নাম দিয়ে জমির মালিকানা যাচাই করতে চাচ্ছেন? বিস্তারিত পদ্ধতি জানতে পারবেন আজকের এই পোস্টে।

একটি জমির মালিকানা যাচাই করার জন্য মালিকের নাম দিয়ে অথবা জমির দাগ নং দিয়ে মালিকানা যাচাই করা যেতে পারে। এছাড়া, খতিয়ান নং দিয়েও জমি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যায়।

এখানে দুইটি পদ্ধতি বিস্তারিত উল্লেখ করে দেয়া হয়েছে। বিস্তারিত জানতে পোস্টটি শুরু থেকে শেষ অব্দি পড়ুন।

নাম দিয়ে জমির মালিকানা যাচাই

নাম দিয়ে জমির মালিকানা যাচাই করার জন্য dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। সার্ভে খতিয়ান অপশন থেকে বিভাগ > জেলা > উপজেলা/থানা > খতিয়ানের ধরণ > মৌজা সিলেক্ট করতে হবে। এরপর, “অধিকতর অনুসন্ধান” বাটনে ক্লিক করে “মালিকের নাম” লিখে “খুঁজুন” বাটনে ক্লিক করলে তথ্য যাচাই করা যাবে।

নাম দিয়ে জমির মালিকানা যাচাই
নাম দিয়ে জমির মালিকানা যাচাই
  • নাম দিয়ে জমির মালিকানা যাচাই করতে dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন
  • সার্ভে খতিয়ান অপশনে ক্লিক করুন
  • বিভাগ>জেলা>উপজেলা/থানা>খতিয়ানের ধরণ এবং মৌজা সিলেক্ট করুন
  • অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন
  • মালিকের নাম লিখুন এবং খুঁজুন বাটনে ক্লিক করুন
  • তাহলে মালিকের নাম দিয়ে জমির মালিকানা যাচাই করতে পারবেন সহজেই

এছাড়া, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে দাগ নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করে দাগ নং দিয়েও জমির মালিকানা এবং জমির বিস্তারিত তথ্য যাচাই করতে পারবেন।

মালিকের নাম কিংবা দাগ নং যদি জানা না থাকে, তাহলে খতিয়ান নং লিখে বা খতিয়ানের তালিকা থেকে মালিকের নাম খুঁজে দুইবার ক্লিক করলে খতিয়ানের বিস্তারিত তথ্য যাচাই করতে এবং চাইলে খতিয়ানের কপির জন্য আবেদন করতে পারবেন।

এছাড়াও পড়ুন —

দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই

দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করার জন্য dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। সার্ভে খতিয়ান অপশন থেকে বিভাগ > জেলা > উপজেলা/থানা > খতিয়ানের ধরণ > মৌজা সিলেক্ট করুন। এরপর, “অধিকতর অনুসন্ধান” বাটনে ক্লিক করে “দাগ নং” লিখে “খুঁজুন” বাটনে ক্লিক করলে তথ্য যাচাই করা যাবে।

দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই
দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই
  • দাগ নং দিয়ে জমির মালিকানা যাচাই করতে dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন
  • সার্ভে খতিয়ান অপশনে ক্লিক করুন
  • বিভাগ>জেলা>উপজেলা/থানা>খতিয়ানের ধরণ এবং মৌজা সিলেক্ট করুন
  • অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন
  • দাগ নং লিখুন এবং খুঁজুন বাটনে ক্লিক করুন
  • তাহলে দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করতে পারবেন

একটি জমির দাগ নং জানা থাকলে উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে দাগ নং দিয়ে জমির মালিকানা যাচাই করতে পারবেন। জমির আসল মালিকের নাম, খতিয়ান নং, জমির পরিমাণ সহ বিস্তারিত জানতে পারবেন এই পদ্ধতি অনুসরণ করে।

এছাড়া, খতিয়ান নং জানা থাকলে খতিয়ান নং লিখে সার্চ করে অথবা খতিয়ানের তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করে দুইবার ক্লিক করলেও খতিয়ানের বিস্তারিত তথ্য জানতে পারবেন।

নাম দিয়ে জমির মালিকানা চেক করার পদ্ধতি এবং দাগ নম্বর দিয়ে জমির মালিকের নাম যাচাই করার পদ্ধতি বিস্তারিত উল্লেখ করে দেয়া হয়েছে এই পোস্টে। এছাড়াও যেকোনো সমস্যা থাকলে নিম্নোক্ত প্রশ্নোত্তরগুলো দেখতে পারেন।

FAQs

জমির মালিকানা যাচাই করবো কিভাবে?

জমির মালিকানা যাচাই করার জন্য dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, সার্ভে খতিয়ান থেকে বিভাগ>জেলা>উপজেলা>খতিয়ানের ধরণ>মৌজা সিলেক্ট করে নাম/দাগ নং/খতিয়ান নং লিখে জমির মালিকানা যাচাই করতে পারবেন।

কার নামে কতটুকু জমি আছে কিভাবে দেখবো?

কার নামে কতটুকু জমি আছে দেখার জন্য dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, সার্ভে খতিয়ান থেকে বিভাগ>জেলা>উপজেলা>খতিয়ানের ধরণ>মৌজা সিলেক্ট করে নাম/দাগ নং/খতিয়ান নং লিখে খতিয়ান সিলেক্ট করে দুইবার ক্লিক করলে জমির পরিমাণ দেখতে পারবেন।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *