অনলাইনে বি এস খতিয়ান যাচাই করার মাধ্যমে আপনার খতিয়ানের বিস্তারিত তথ্য জানতে এবং খতিয়ানের কপির জন্য আবেদন করতে পারবেন।
নামজারি খতিয়ান, আর এস খতিয়ানের মতো বি এস হচ্ছে এক ধরনের খতিয়ান। বি এস খতিয়ান যাচাই করার মাধ্যমে উক্ত খতিয়ানে মালিকের নাম, জমির পরিমাণ, দাগ নং সহ বিস্তারিত তথ্য জানা যায়।
এছাড়া, অনলাইনে খতিয়ান অনুসন্ধান করার সময় চাইলে খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি সংগ্রহ করার আবেদন করা যায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ পড়ুন।
বি এস খতিয়ান যাচাই
অনলাইনে বি এস খতিয়ান অনুসন্ধান করার জন্য dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। অথবা, land.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনে ক্লিক করুন।
- এখন সার্ভে খতিয়ান সিলেক্ট করুন (যদি এটি ডিফল্টভাবে সিলেক্ট করাই থাকে)
- জমি যেখানে অবস্থিত সে অঞ্চলের বিভাগ > জেলা > উপজেলা/থানা সিলেক্ট করুন
- মৌজা বা জেএল নং সিলেক্ট করুন
- খতিয়ানের তালিকা থেকে খতিয়ান সিলেক্ট করুন বা খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন
- খতিয়ান নং জানা না থাকলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির দাগ নং অথবা মালিকের নাম লিখে সার্চ করতে পারবেন
খতিয়ান খুঁজে বের করার পর দুইবার ক্লিক করুন। তাহলে নিচের ছবির মতো দেখতে পারবেন। এখানে, আপনার খতিয়ানের তথ্য অনুযায়ী জমির পরিমাণ, মালিকের নাম, দাগ নং সহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
খতিয়ানটির অনলাইন কপি অথবা সার্টিফাইড কপি সংগ্রহ করতে চান, তাহলে ঝুড়িতে রাখুন বাটনটিতে ক্লিক করুন।
অতঃপর, উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করুন। অনলাইন কপি নিতে চান নাকি সার্টিফাইড কপি নিতে চান সিলেক্ট করুন। এরপর, জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করে চেকআউট করুন বাটনে ক্লিক করে আপনার সকল তথ্য দিয়ে খতিয়ানের কপির জন্য আবেদন সম্পন্ন করুন।
খতিয়ানের কপির জন্য আবেদন করার সময় পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে একটি রিসিট দেয়া হবে। ডাউনলোড করে নিয়ে সেটি প্রিন্ট করে নিবেন। উক্ত প্রিন্ট নিয়ে সংশ্লিষ্ট তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বি এস খতিয়ানের কপি সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুন —
30360842
আমি একাউন্ট করবো