অনলাইনে ই নামজারি খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন? নামজারি খতিয়ান অনলাইনে চেক করার নিয়ম জানতে পারবেন এই পোস্টে।
জমি ক্রয়-বিক্রয় করার পর অনলাইনে নামজারি ফি পরিশোধ করে ই নামজারি আবেদন করতে হয় নতুন মালিকের নামে জমি হস্তান্তর করার জন্য। আবেদন করার পর উক্ত আবেদন অনুমোদন হয়ে নতুন মালিকের নাম এসেছে কিনা জানার জন্য নামজারি খতিয়ান যাচাই করতে হয়।
বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা দিয়ে কিভাবে নামজারি খতিয়ান চেক করতে হয় এ বিষয়ে বিস্তারিত জানতে শেষ অব্দি পড়ুন।
নামজারি খতিয়ান অনুসন্ধান
অনলাইনে ই নামজারি খতিয়ান যাচাই করার জন্য https://dlrms.land.gov.bd/ ওয়েবসাইট ভিজিট করুন। নামজারি খতিয়ান অপশনে ক্লিক করুন।
- এখানে আপনার বিভাগ, জেলা, উপজেলা নির্বাচন করুন
- এরপর আপনার মৌজা নাম নির্বাচন করুন
- মৌজা সিলেক্ট করলে খতিয়ানের তালিকা দেখতে পারবেন
- খতিয়ান নং জানা থাকলে খতিয়ান নং ঘরে লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন অথবা তালিকা থেকে আপনার নাম খুঁজে বের করে দুইবার ক্লিক করুন
তাহলে উক্ত খতিয়ান নং অনুযায়ী আপনার জমির নতুন মালিকের নাম, জমির পরিমাণ, দাগ নং সহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন। যদি খতিয়ানের অনলাইন কপি বা সারটিফাইড কপি সংগ্রহ করতে চান, আহলে ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করুন।
এরপর উপরে ডান দিকে ঝুড়ি বাটনে ক্লিক করুন। অনলাইন কপি সংগ্রহ করতে চান নাকি সার্টিফাইড কপি সেটি সিলেক্ট করুন। এরপর, জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করে নিচের দিকের চেকআউট করুন বাটনে ক্লিক করে আপনার তথ্য দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন।
- এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার
- আপনার পুরো নাম
- জন্ম তারিখ
- মোবাইল নাম্বার
- ই-মেইল অ্যাড্রেস
- ঠিকানা
- ক্যাপচা কোড
এই তথ্যগুলো পূরণ করে পেমেন্ট সম্পন্ন করলে খতিয়ানের কপি সংগ্রহ করার জন্য একটি রিসিট পাবেন। সেটি প্রিন্ট করে নিতে হবে। এরপর, সেখানে উল্লিখিত তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে নামজারি খতিয়ানের কপি সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুন —
আমার পচা পাছিনা । দাগ নম্বর- 383 মৌজা- গোপখাজি . জেএল -82
আপনার বিভাগ, জেলা এবং উপজেলার নাম কমেন্টে লিখুন।
নাম: মোঃ বিল্লাল হোসেন । ঢাকা বিভাগ , মুন্সীগঞ্জ জেলা , শ্রীনগর উপজেলা , বাড়ৈ খালি গ্রাম । দাগ নং: ৯৯৭ , খতিয়ান নং:৪৮৮৫
আস্ সালামু আলাইকুম । আমার নাম: মোঃ বিল্লাল হোসেন । ঢাকা বিভাগ , মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী গ্রাম । আমার জমির নামজারি দাগ নং: ৯৯৭ , খতিয়ান নং: ৪৮৮৫ । অনলাইনে রেজিস্ট্রেশন দেখতে চাই । রেজিস্ট্রেশন ফি পরিশোধ করা আছে । ধন্যবাদ ।
নামজারি খতিয়ান